৫৭৫ নং- সুওয়াল : ওযু করার পর নামায আদায় করার পূর্বে কোন মহিলা বেগানা পুরুষকে দেখলে অথবা উক্ত পুরুষ গোপনে মহিলাকে দেখলে ওযু নষ্ট হবে কি?


সুওয়াল : ওযু করার পর নামায আদায় করার পূর্বে কোন মহিলা বেগানা পুরুষকে দেখলে অথবা উক্ত পুরুষ গোপনে মহিলাকে দেখলে ওযু নষ্ট হবে কি?
জাওয়াব : কোন বেগানা পুরুষ বেগানা মহিলাকে দেখলে এবং বেগানা মহিলা বেগানা পুরুষকে দেখলে তা প্রকাশ্যেই হোক অথবা গোপনেই হোক, ওযু ভঙ্গ হবে না। তবে বেগানা পুরুষ ও মহিলা পরস্পর পরস্পরকে দেখা হারাম ও কবীরা গুণাহের অন্তর্ভূক্ত। ওযু করে গুণাহ করলে ওযু হালকা হয়ে যায়। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন,
لاتتبع النظر فان لك الاولى وليست لك الاخرة.
অর্থ : হে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম! দৃষ্টিকে অনুসরণ করোনা। প্রথম দৃষ্টিকে ক্ষমা করা হবে, পরবর্তীগুলি নয়।
অর্থাৎ যদি কোন বেগানা পুরুষ কিম্বা মহিলা পরস্পর পরস্পরকে অতর্কিতে দেখে ফেলে, তাহলে তাদের প্রথম দৃষ্টি গুণাহের কারণ হবে না, কিন্তু পরবর্তী প্রতিটি দৃষ্টিতেই একটি করে কবীরা গুণাহ হবে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
لعزالله الناظر والمنظور اليه.
অর্থ : যে দেখে এবং দেখায় উভয়ের প্রতি মহান আল্লাহ পাক উনার লানত (অভিশম্পাত)।
 আবা-৩২

0 Comments: