৫৪১ নং- সুওয়াল : কেউ যদি সাহরী খেয়ে নিয়ত করার পর সুবহে সাদিকের পূর্বে কোন কিছু পানাহার বা স্ত্রী ব্যবহার করে, তবে তার রোযা হবে কি?


সুওয়াল : কেউ যদি সাহরী খেয়ে নিয়ত করার পর সুবহে সাদিকের পূর্বে কোন কিছু পানাহার বা স্ত্রী ব্যবহার করে, তবে তার রোযা হবে কি?
জাওয়াব : রোযার নিয়ত সূবহে সাদিক থেকে কার্যকরী হয়, যদি কেউ সুবহে সাদিকের একঘণ্টা বা দুঘন্টা বা বেশ কিছু পূর্বে তার সাহরী খাওয়া শেষ করে রোযার নিয়ত করে ফেলে, তথাপিও সে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী ব্যবহার করতে পারবে। এতে তার রোযার কোন প্রকার ক্ষতি হবে না। (আলমগীরী, শামী, দুররুল মুখতার ইত্যাদি)
আবা-৩১

0 Comments: