সুওয়াল :
আমরা এনএসআই মসজিদের মুসল্লীগণের পক্ষ হতে মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার সুওয়াল
জাওয়াব বিভাগের নিকট এই বিষয় ফতওয়া কামনা করছি যে, উক্ত মসজিদের পূর্বদিকে সংলগ্ন
রয়েছে ইমাম সাহেবের হুজরা খানা। উল্লেখ্য যে, হুজরার ছাদ, মসজিদের
ছাদ হতে দেড় ফুট নিচু এবং মসজিদের মেঝে হতে হুজরার মেঝে এক ফুট উঁচু। এখন আমাদের
জানার বিষয় হলো- উক্ত হুজরা খানায় ইমাম সাহেব স্ত্রী-পুত্র নিয়ে বসবাস করতে পারবেন
কিনা?
জাওয়াব :
মসজিদ সংলগ্ন হুজরা শরীফে ইমাম সাহেবের জন্য স্বপরিবারে বসবাস করা জায়েয তো বটেই
বরং সুন্নতের অন্তর্ভূক্ত। কারণ স্বয়ং মহান আল্লাহ পাক উনার রাসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মসজিদে নববী সংলগ্ন হুজরা শরীফে
স্বপরিবারে অর্থাৎ হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের
নিয়ে বসবাস করতেন।
(বুখারী
শরীফ, মুসলিম শরীফ,
শরহে নববী, ফতুল বারী, উমদাতুল ক্বারী, মাদারিজুন নুবুওয়াহ, সীরাতুন্নবী, সীরাতে
হালুবী, জা’দুল মায়াদ, মাওয়াহীবুল্লাদুন্নীয়াহ, মিশকাত শরীফ, মেরকাত শরীফ, আশয়াতুল
লুময়াত, লুমুয়াত, শরহে তিবরানী)
আবা-৩২
0 Comments:
Post a Comment