৫২৮ নং- সুওয়াল : কেউ যদি রোজা রেখে দিনে ঘুমায় এবং ঘুমের মধ্যে গোসল ফরয হয়, তাতে রোযার কি কোনো ক্ষতি হবে? 7/11/2020 01:57:00 pm 0 সুওয়াল : কেউ যদি রোজা রেখে দিনে ঘুমায় এবং ঘুমের মধ্যে গোসল ফরয হয়, তাতে রোযার কি কোনো ক্ষতি হবে? জাওয়াব : রোযা রেখে দিনে ঘুমালে এবং ঘুমের মধ্যে গোসল ফরয হলে, রোযার কোন ক্ষতি হবে না। (আলমগীরী।) আবা-৩১ Tweet Share Share Share Share
0 Comments:
Post a Comment