৫৩৭ নং- সুওয়াল : রোযা অবস্থায় আগরবাতি জ্বালানো সম্পর্কে শরীয়তের হুকুম কি?


সুওয়াল : রোযা অবস্থায় আগরবাতি জ্বালানো সম্পর্কে শরীয়তের হুকুম কি?
জাওয়াব : রোযা অবস্থায় আগরবাতি জ্বালানো নিষেধ। কারণ আগরবাতির ধোঁয়া যদি নাকে প্রবেশ করে, তাহলে রোযা ভেঙ্গে যাবে। তবে রাস্তায় চলার সময় গাড়ীর ধোঁয়া বা মহিলারা রান্না-বান্না করার সময় চুলার ধোঁয়া যদি নাকে যায়, তাহলে মাজুরের কারণে রোযা ভঙ্গ হবে না। (গাওয়াতুল আওতার। )
 আবা-৩১

0 Comments: