জাওয়াব :
রাত্রি আছে মনে করে সুববে সাদিকের পর খাদ্য খেলে বা স্ত্রী ব্যবহার করলে রোযা ভঙ্গ
হবে। উক্ত রোযার কাযা আদায় করতে হবে কিন্তু কাফফারা আদায় করতে হবে না। আর যদি ভুলে
খাদ্য খেয়ে থাকে বা স্ত্রী ব্যবহার করে থাকে, তাহলে রোযা ভঙ্গও হবে না, আর কাযাও
আদায় করতে হবে না। (আলমগীরী, দুরুরুল মুখতার।)
আবা-৩১
0 Comments:
Post a Comment