জাওয়াব :
ঈদের দিনের সুন্নত হলো- ১. খুব ভোরে ঘুম থেকে উঠা, ২. গোসল করা, ৩.
মিসওয়াকা করা, ৪. সামর্থ অনুযায়ী নতুন পোশাক পরিধান করা, ৫. আতর ব্যবহার করা, ৬.
নামাযের পূর্বে সদকাতুল ফিতরা আদায় করা. ৭.
ঈদুল ফিতর নামাযের পূর্বে কিছু মিষ্টান্ন খাওয়া, ৮. তিন, পাঁচ ও
বেজোড় সংখ্যক খেজুর বা খুরমা খাওয়া, ৯. মহল্লার (এলাকার) মসজিদে গিয়ে
ফজরের নামায পড়া,
১০. ঈদগাহে হেঁটে যাওয়া, ১১. এক রাস্তা দিয়ে যাওয়া এবং
অন্য রাস্তা দিয়ে ফেরে আসা,
১২. সকাল সকাল ঈদের নামায পড়ার জন্য যাওয়া, ১৩. ঈদের
নামায ঈদগাহে গিয়ে পড়া। সম্ভব না হলে মহল্লার (এলাকার) মসজিদের গিয়ে ঈদের নামায
পড়া, ১৪. আস্তে আস্তে নিম্নলিখিত দোয়া পড়তে পড়তে ঈদগাহে যাওয়া-
১৫. শরীয়তের সীমার মধ্যে
থেকে খুশী প্রকাশ করা ইত্যাদি ঈদের সুন্নত।
আবা-৩১
0 Comments:
Post a Comment