৫৬৯ নং- সুওয়াল : নামাযে মুছল্লী এবং ইমাম কখন দাঁড়াবেন? মুয়াজ্জিন যখন হাইয়্যা আলাসসালাহ বলেন- তখন, না অন্য সময়? এ ব্যাপারে সঠিক মাসয়ালাটি জানার বাসনা রাখি।


সুওয়াল : নামাযে মুছল্লী এবং ইমাম কখন দাঁড়াবেন? মুয়াজ্জিন যখন হাইয়্যা আলাসসালাহ বলেন- তখন, না অন্য সময়? এ ব্যাপারে সঠিক মাসয়ালাটি জানার বাসনা রাখি।
জাওয়াব : এ মাসয়ালার কয়েকটি সুরত রয়েছে:
(১) ইমাম সাহেব যদি নিজেই ইক্বামত দেন, তবে মুক্তাদীগণকে ইমাম সাহেবের দাঁড়ানোর সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে।
(২) মুয়াজ্জিন সাহেব যদি ইক্বামত দেন, তবে ইমাম ও মুক্তাদীগণ সকলের জন্যই হাইয়্যালাল ফালাহ বলার সময় দাঁড়ানো সুন্নতে যায়েদাহ বা মুস্তাহাব।
(৩) আর যদি ইমাম সাহেব ইক্বামতের পূর্বেই কিম্বা হাইয়্যালাল ফালাহ বলার পূর্বেই দাঁড়ান, (কাতার সোজা ও ফাঁক বন্ধ করার জন্য) তবে ইমাম সাহেবের সাথে সাথে মুক্তাদীগণের দাঁড়িয়ে যাওয়াটা সুন্নাত ও আদব। এটাই ইমাম আযম হযরত আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ও হযরত ইমাম মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি উনার অভিমত। (ফতওয়ায়ে আলমগীরি ও অন্যান্য ফিক্বাহর কিতাব)
আবা-৩২

0 Comments: