জাওয়াব :
কাফফারা ওয়াযিব হওয়ার শর্ত হলো, নিয়ত করে, রোযা রেখে শরীয়তসম্মত কারণ ব্যতীত ইচ্ছাপূর্বক রোযা ভঙ্গ
করা।
যদি কেউ
রমযান মাসে নিয়ত করে রোযা রেখে শরীয়তসম্মত কারণ ছাড়াই ইচ্ছাপূর্বক কোন রোযা ভঙ্গ
করে, তবে তার উপর কাফফারা ওয়াযিব হবে। এক রমযানে যতগুলি রোযাই ভঙ্গ করুক, তার উপর
একটি কাফফারাই ওয়াযিব হবে। কাফফারা আদায়ের সাথে সাথে যতগুলি রোযা ভঙ্গ করেছে, ততগুলির
কাযাও আদায় করতে হবে।
আর যদি
কেউ সারা মাসেই রোযা না রাখে, তার জন্য কাফফারা ওয়াযিব হবে না। শুধু কাযা আদায় করলেই
চলবে। তবে রমযান মাসে রোযা না রাখার দরুন সে কবীরা গুনাহে গুনাহগার হবে।
আবা-৩১
0 Comments:
Post a Comment