৫২৫ নং- সুওয়াল : রোযা রাখা অবস্থায় তেল মালিশ করা, নখ ও চুল কাটা এবং শরীর ঠান্ডা করার জন্য গোসল করলে রোযার কোন ক্ষতি হবে কি?


সুওয়াল : রোযা রাখা অবস্থায় তেল মালিশ করা, নখ ও চুল কাটা এবং শরীর ঠান্ডা করার জন্য গোসল করলে রোযার কোন ক্ষতি হবে কি?
জাওয়াব : রোযা রাখা অবস্থায় শরীরে তেল মালিশ করলে, নখ, চুল কাটলে এবং গোসল করলে রোযার কোনো ক্ষতি হবে না। (আলমগীরী, শামী।)
আবা-৩১

0 Comments: