৫৭০ নং- সুওয়াল : জামায়াতে নামাযের সময় যদি এক বা একাধিক রাকায়াত না পাই এবং শেষ বৈঠকে ইমামের সাথে ভুলে ডানে-বামে সালাম ফিরায়ে ফেলি, তখন কি পূণরায় নামায দোহরাতে হবে, না অবশিষ্ট নামায পড়লেই হবে?


সুওয়াল : জামায়াতে নামাযের সময় যদি এক বা একাধিক রাকায়াত না পাই এবং শেষ বৈঠকে ইমামের সাথে ভুলে ডানে-বামে সালাম ফিরায়ে ফেলি, তখন কি পূণরায় নামায দোহরাতে হবে, না অবশিষ্ট নামায পড়লেই হবে?
জাওয়াব : ইমামের সাথে ভুলে সালাম ফিরায়ে যদি এমন কোন কাজ না করে, যা নামায ভঙ্গের কারণ, তবে শুধু অবশিষ্ট নামায পড়ে নিলেই নামায আদায় হয়ে যাবে। (সমূহ ফিক্বাহর কিতাব)
আবা-৩২

0 Comments: