একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১৫৯

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

দীর্ঘদিন নিখোঁজ থাকা একজন ছেলের

সুস্থ অবস্থায় সন্ধান লাভ

সহজ-সরল মানুষের আন্তরিক বিশ্বাসে কোন খাদ থাকেনাযাপিত জীবনের অকৃত্রিমতায় অন্যের দেয়া আশ্বাসে তারা বিশ্বাসী থাকেনিরুদ্বিগ্ন থাকেঅধিকাংশ ক্ষেত্রেই চিন্তা-চেতনার কোন গভীরতা না থাকলেও জটিলতা ও কুটিলতা তাদের জীবনকে কলুষিত করে নাসাধারণত অল্পে তাদের তুষ্টি এবং অকপটতায় তাদের প্রশান্তিতাদের প্রত্যাশা ও প্রাপ্তিতে তেমন ফারাক নেইঅনুভব ও বিশ্বাসে যখন তখন তাদের ভাঙ্গন ধরে নাতাই পরম হিতৈষী মুনিব ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল, মুসতাজাবুদ দাওয়াত, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার যবান মুবারক-এ ছেলের ফিরে আসার কথা শুনে পুত্র শোকে এতদিনের যন্ত্রণাকাতর মুহম্মদ আব্দুর রশীদ এখন অনেকাংশেই দুর্ভাবনা ও ব্যথাভার মুক্তকাজে-কর্মে, দায়িত্ব পালনে, আচার-আচরণে উৎফুল্লতা যোগ হয়েছেবিমর্ষতা দূর হয়েছে

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম তিনি মুহম্মদ আব্দুর রশীদকে বলেছেন: তোমার ছেলে বেশ কিছুদিন ধরে থাকা-খাওয়ার বিনিময়ে এক দোকানে কাজ করছেভালো আছেনিরাপদে আছেচিন্তার কোন কারণ নেইঅল্প কদিনের মধ্যেই ছেলে তোমার কাছে ফিরে আসবেছেলে কোন এক দোকানে কাজ করছে, ভালো আছে এবং অচিরেই সে ফিরে আসবে, এসব বিষয় সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম তিনি কিভাবে জানেন কিংবা আদৌ জানেন কিনা, মুহম্মদ আব্দুর রশীদের তাএকবারও মনে হয়নি

মনে না হওয়ার কারণ হলো ওলীআল্লাহ কাকে বলে তাতিনি জানেন নাকারামত বুঝেন নাতথাকথিত আলিম ও বিদ্বানরাই তো মাহবুব ওলীআল্লাহ উনাদেরকে চিনেনা, মানেনাএকান্ত সহজ ও সরল মানুষ মুহম্মদ আব্দুর রশীদ তিনি সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনাকে চিনতে যাবেন কেন? চিনতে পারবেনই বা কেন? দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি শুধু জানেন, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম তিনি যখন যা বলেন, তা-ই হয়কোন অন্যথা হয় নাএ কারণে হারানো ছেলেকে ফিরে পাবার আশ্বাসে তিনি পরম ইতমিনান

ওলীআল্লাহ উনাদের উপর তথাকথিত বিজ্ঞজন ও ধর্মব্যবসায়ী নিকৃষ্ট দুনিয়াদার আলিমদের অবিশ্বাস এবং মুহম্মদ আব্দুর রশীদ-এর আক্বীদা ও সরল বিশ্বাসে কত দুস্তর ব্যবধান! ইতোমধ্যে কদিন পার হয়ে গেছেএর মধ্যে বাক সংযমী মুহম্মদ আব্দুর রশীদ একবারও এ বিষয়ে আর কিছু বলেননিকিছু জানতেও চাননিবিশ্বাসেও কোন ভাঙ্গন ধরেনিকারণ তিনি জানেন, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম তিনি যখন বলেছেন, ছেলে ফিরে আসবেই ইনশাআল্লাহযন্ত্রণাদগ্ধ পিতা হারানো পুত্রকে ফিরে পাবার উন্মুখ প্রত্যাশায় এখন কেবল কষ্টের প্রহর গুণছেন

মুসতাজাবুদ দাওয়াত, ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মত মুবারক ও পথ মুবারক উনার সঙ্গে আপন মত ও পথ পরিপূর্ণরূপে মিলিয়ে দিয়েছেনউনারা যা চান, তিনিও তাই চানকাজেই উনার দুআনির্ঘাত কবুল হয়উনার দুআও চাওয়ার প্রেক্ষিতে মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অপার রহমত ও ইহসানে সহসাই হারানো পুত্র মুহম্মদ ইউসুফ আলীকে ফিরে পাবেন মুহম্মদ আব্দুর রশীদ

মহা-মিলনজনিত পরম আনন্দে সকল দুঃখ ভুলে যাবেন পিতা-মাতা এবং আত্মীয়-পরিজনেরাকিন্তু সূক্ষ্মদর্শী ও মাহবুব ওলীআল্লাহ, ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দাওয়াত, আফদ্বালুল আওলিয়া, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, ফখরুল আওলিয়া, ছাহিবে ইসমে আযম, খাজিনাতুর রহমাহ, ছূফীয়ে বাতিন, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, মিছদাক্বে কুরআন ওয়াল হাদীছ, আওলাদুর রসূল, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার বুযুর্গী, মান, শান, ইজ্জত, ঐতিহ্য, কারামত, মাক্বামত ইত্যাদি বিষয়গুলো মুহম্মদ ইউসুফ আলী, তার পিতা-মাতা এবং আরও অনেকের কাছেই অজ্ঞাত রয়ে যাবে

হয়তো মুহম্মদ আব্দুর রশীদ আমরণ সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি এক ধরনের কৃতজ্ঞ থেকে যাবেনকিন্তু মহান আল্লাহ পাক উনার এবং উনার প্রিয়তম হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সঙ্গে উনার পরম নৈকট্যজনিত কামিয়াবীর শীর্ষ সোপান ও সূক্ষ্মদর্শিতা হাক্বীক্বীভাবে উপলব্ধি তো দূরের কথা, সেসব সম্পর্কে মুহম্মদ আব্দুর রশীদের অন্তরে চিন্তা-ভাবনার উন্মেষও ঘটবে না কোনদিন। (চলবে)

আবা-২১৯

0 Comments: