ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্
দা’ওয়াত, আফযালুল ইবাদ,
ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল,
আমাদের
সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস
সালাম
উনার স্মরণে-
একজন কুতুবুয্ যামান উনার দীদারে
মাওলা উনার দিকে প্রস্থান-
বন্য পশুরাও উনার তাঁবেদার
ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা
হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম তিনি হলেন এমন পর্যায়ভুক্ত
বেমেছাল মর্যাদাসম্পন্ন মাহবূব ওলীআল্লাহ। যে কারণে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া
তায়ালা তিনি উনার মুবারক ঔরসেই পঞ্চদশ শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারজাদ, সাইয়্যিদে
মুজাদ্দিদে আ’যম, হুজ্জাতুল ইসলাম, ক্বইয়্যূমুযযামান,
ছাহিবু সুলত্বানিন নাছীর, সুলত্বানুল আরিফীন, হাকীমুল হাদীছ, সাইয়্যিদুল আউলিয়া, জামিউল
আলক্বাব, জাব্বারিউল আউওয়াল, ক্ববিউল আউওয়াল, আওলাদুর রসূল, আস সাফফাহ, হাবীবুল্লাহ
সাইয়্যিদুনা হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাকে আনুষ্ঠানিকভাবে
যমীনে পাঠানো পছন্দ করেছেন। সুবহানাল্লাহ!
মাহবূব ওলীআল্লাহ উনাদের নিজস্ব কোন মত ও পথ থাকেনা। চূড়ান্ত
কামিয়াবীর পর্যায়ে উনারা মহান আল্লাহ পাক উনার মুবারক মত উনার সঙ্গে আপন মত এবং নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক পথ উনার
সঙ্গে আপন পথ পরিপূর্ণরূপে মিলিয়ে দিয়ে থাকেন। তখন উনাদের ইচ্ছা ও উদ্দেশ্য মহান আল্লাহ
পাক এবং উনার প্রিয়তম হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনাদের মুবারক ইচ্ছা ও উদ্দেশ্য উনাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। অবিচ্ছেদ্য
নৈকট্য-ধন্য ওলীআল্লাহ উনাদের এমন অবস্থার মুবারক কার্যাবলী ও আচরণকে ‘বুযুর্গী’, ‘সম্মান’ ও ‘কারামত’ অভিধায় অভিষিক্ত করা হয়। সুবহানাল্লাহ!
রহমতুল্লিল আলামীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নুবুওওয়ত ও রিসালত প্রমাণ ও
উপলব্ধির অন্যতম এক উপায়ের নাম মু’জিযা। সকল নবী-রসূল আলাইহিমুসসালাম
উনাদের সঙ্গে মু’জিযা উনার নিবিড় সম্পর্ক রয়েছে।
যেমন কারামত উনার সম্বন্ধ রয়েছে সকল স্ক্ষ্মূদর্শী ওলীআল্লাহ উনাদের সঙ্গে। মহান আল্লাহ
পাক সুবহানাহু ওয়া তা’য়ালা উনার ‘কুদরত’ মুবারক, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার সঙ্গে সম্পৃক্ত হয়ে ‘মুজিযা মুবারক’ উনার রূপ পরিগ্রহ করেছে। আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার ‘মু’জিযা’ মুবারক মাহবূব ওলীআল্লাহ উনাদের
সঙ্গে সংশ্লিষ্ট হয়ে ‘কারামত মুবারক’ উনার রূপ পরিগ্রহ করে থাকে। তবে কখনোই ‘কারামত’ উনার প্রতি প্রলুব্ধ না হয়ে “ছাহিবে কারামত” উনার মুহব্বতে গরক হওয়া প্রয়োজন।
মনে রাখা দরকার যে, প্রায় সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা
অনুক্ষণ মু’জিযা শরীফ প্রত্যক্ষ করলেও উনাদের ঈমান গ্রহণে ‘মুবারক মু’জিযা’ উনার কোন প্রয়োজন হয়নি। ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল, লিসানুল হক্ব,
ফখরুল আওলিয়া, গরীবে নেওয়াজ, মুসতাজাবুদ দা’ওয়াত, ছাহিবে ইসমে আ’যম, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত সাইয়্যিদুনা হযরত দাদা
হুযূর ক্বিবলা আলাইহিস সালাম তিনি সীমাহীন বুযুর্গী, মর্যাদা, শান, মান ও কারামত সম্পন্ন
সূক্ষ্মদর্শী ওলীআল্লাহ! উনার বুযুর্গী, সম্মান ও কারামত সম্পর্কে সংশয়-সন্দেহ পোষণ
করা ঈমান নড়বড়ে হওয়ার কারণ। উনার ইচ্ছা, উদ্দেশ্য ও ইখতিয়ার মহান আল্লাহ পাক উনার এবং
নূরে মুজাসাসম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক
ইচ্ছা, উদ্দেশ্য ও ইখতিয়ার উনাদের সঙ্গে সম্পৃক্ত। সুবহানাল্লাহ!
কারণ তিনি কামিয়াবীর এমন উচ্চতম মাক্বামে অধিষ্ঠিত হয়েছেন,
যেখানে উনার নিজস্ব কোন অভিপ্রায় ও উদ্দেশ্য আর অবশিষ্ট ছিলোনা। কাজেই, উনার মুবারক
মাধ্যমে মহান আল্লাহ পাক উনার এবং ফখরে কায়িনাত, রহমতে আলম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ইচ্ছা ও অভিপ্রায় বাস্তবায়িত হয়েছে।
জগৎ-সংসারের কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস
সালাম উনার মুবারক উসীলা অত্যন্ত তাৎপর্যবহ। কাজেই বন্য পশুরা উনার তাঁবেদার হতে বাধ্য।
সুবহানাল্লাহ!
(চলবে)
আবা-২২৫
0 Comments:
Post a Comment