৭৪ নং-সুওয়াল: সম্প্রতি মাসিক মদীনা পত্রিকার জুন ও আগস্ট ১৯৯৩ ঈসায়ী সংখ্যায় প্রশ্নোত্তর বিভাগে প্রশ্নের জাওয়াবে বলা হয়েছে, মেয়েরা পর্দার সাথে মসজিদে গিয়ে পুরুষদের জামায়াতে শরীক হয়ে নামায আদায় করতে পারবে। এটা কতটুকু সঠিক?


সুওয়াল: সম্প্রতি মাসিক মদীনা পত্রিকার জুন ও আগস্ট ১৯৯৩ ঈসায়ী সংখ্যায় প্রশ্নোত্তর বিভাগে প্রশ্নের জাওয়াবে বলা হয়েছে, মেয়েরা পর্দার সাথে মসজিদে গিয়ে পুরুষদের জামায়াতে শরীক হয়ে নামায আদায় করতে পারবে। এটা কতটুকু সঠিক?
জাওয়াব: উপরোক্ত জাওয়াব শুদ্ধ হয়নি। মহিলাদের জামায়াতে নামায পড়া মাকরূহ্ তাহরীমী। (দুররুল মুখতার, মিরকাত, উমদাতুল ক্বারী, শামী, গায়াতুল আওতার ইত্যাদি)
মহিলাদের জামায়াতে নামায পড়া যে মাকরূহ তাহরীমী তা বিস্তারিত জানার জন্য অত্র সংখ্যার মাসিক আল বাইয়্যিনাত শরীফ উনার ফতওয়া দ্রষ্টব্য)
আবা-১১

0 Comments: