
জাওয়াব : মেয়েদের সমস্ত
শরীরই ছতরের অন্তর্ভূক্ত। সুতরাং মুখমন্ডল, দু’হাতের কব্জি এবং দু’পায়ের
টাখনুও ঢেকে রাখতে হবে। আর মুখমন্ডল, দু’হাতের কব্জী এবং দু’পায়ের
টাখনু পর্যন্ত যে খোলা রাখার হুকুম রয়েছে, তা হলো একমাত্র নামাযের সময়। এটা
ছাড়া কোন পুরুষের সামনে প্রয়োজনবোধে বের হতে হলে সমস্ত শরীর ঢেকে রাখতে হবে। (তাফসীরে
মাযহারী, তাফসীরে রূহুল মা’আনী, রূহুল
বয়ান, তাফসীরে খাযেন,
তাফসীরে মা’আরেফুল কুরআন
ইত্যাদি এবং সমূহ ফিকাহর কিতাব)
0 Comments:
Post a Comment