সুওয়াল: কোন প্রকৃত ওলীআল্লাহ উনাকে যদি কেউ দূরে থেকে অভক্তি সহকারে খারাপ মন্তব্য
করে তবে তার ফলাফল কি হবে?
জাওয়াব: যদি কোন ব্যক্তি দূর থেকেই হোক অথবা কাছে থেকেই হোক কোন মহান আল্লাহ পাক উনার
ওলীকে অভক্তি সহকারে খারাপ মন্তব্য বা অসদাচরণ করে অথবা বিদ্বেষ পোষণ করে তবে তার
ফলাফল ভয়াবহ হবে। কেননা বুখারী শরীফ উনার পবিত্র হাদীছ-এ কুদসী শরীফ উনার
মধ্যে উল্লেখ করা হয়েছে যে,
“মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, যে আমার
ওলী উনার সাথে শত্রুতা বা বিদ্বেষ পোষণ করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি।” অর্থাৎ
মহান আল্লাহ পাক তিনি যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তার
ইহকাল ও পরকাল উভয়ই বরবাদ। এজন্য কিতাবে উল্লেখ করা হয়, “তোমরা
মহান আল্লাহ ওয়ালাগণ উনাদেরকে মুহব্বত কর। কারণ উনারা মহান আল্লাহ পাক উনার নিকট
মকবুল। আর উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করো না, কারণ উনারা মহান আল্লাহ পাক উনার
নিকট হতে সাহায্যপ্রাপ্ত।
আবা-৬
0 Comments:
Post a Comment