৪৪ নং-সুওয়াল: জনৈক ব্যক্তি বলেছেন যে, ব্যবসা করতে গিয়ে পীর পয়গম্বর ওলীআল্লাহ যে কোন ব্যক্তি হোক না কেন মিথ্যা কথা বলবেই। এটা পবিত্র ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে কতটুকু সত্য?


সুওয়াল: জনৈক ব্যক্তি বলেছেন যে, ব্যবসা করতে গিয়ে পীর পয়গম্বর ওলীআল্লাহ যে কোন ব্যক্তি হোক না কেন মিথ্যা কথা বলবেই। এটা পবিত্র ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে কতটুকু সত্য?
জাওয়াব: উপরোক্ত বক্তব্য ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েয এবং হারাম। ওলীআল্লাহ এবং পীর বুযুর্গগণ মিথ্যা কথা বলেন না। কারণ মিথ্যা কথা বলা কবীরা গুনাহ। ওলী আল্লাহ্গণ উনাদের প্রতি এরূপ ধারণা রাখাও কবীরা গুনাহ। আর হযরত পয়গম্বর আলাইহিমুস সালামগণ উনাদের প্রতি এই ধরণের ধারণা রাখা কুফরী। কারণ কোন পয়গম্বর আলাইহিমুস সালাম জীবনে কখনও মিথ্যা কথা বলেননি।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ‘অধিকাংশ ধারণাই গুনাহ।
হযরত ইমাম আযম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত আকাইদের কিতাব ফিকহে আকবরশরীফ কিতাবে উল্লেখ করেন, ‘সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ উনারা কুফরী, কবীরা, সগীরা এমনকি অপছন্দ কাজ থেকেও পবিত্র।অন্যান্য আকাইদের কিতাবেও অনুরূপ উল্লেখ করা হয়েছে।
আবা-৬

0 Comments: