৬৬ নং -সুওয়াল: একজন লোক অপর একটি লোককে কিছু টাকা করজে হাসনা দিল। এখন ঋণগ্রহীতার আর সে টাকা পরিশোধ করার সামর্থ নেই। এমতাবস্থায় করজে হাসানা দানকারী যদি ঋণগ্রহীতাকে তার অক্ষমতার কারণে উক্ত টাকা দান করে দেয় তাহলে সে দানের সওয়াব পাবে কিনা?

সুওয়াল: একজন লোক অপর একটি লোককে কিছু টাকা করজে হাসনা দিল। এখন ঋণগ্রহীতার আর সে টাকা পরিশোধ করার সামর্থ নেই। এমতাবস্থায় করজে হাসানা দানকারী যদি ঋণগ্রহীতাকে তার অক্ষমতার কারণে উক্ত টাকা দান করে দেয় তাহলে সে দানের সওয়াব পাবে কিনা?

জাওয়াব: হ্যাঁ, করজে হাসানা দাতা মহান আল্লাহ পাক উনার ওয়াস্তে দিয়ে দিলে দানের সওয়াব পাবে।
আবা-১০

0 Comments: