সুওয়াল: রসূল ও নবী আলাইহিমুস সালাম মোট কতজন প্রেরীত হয়েছেন? কোন বৈশিষ্ঠ্যের কারণে কাউকে রসূল অথবা কাউকে নবী বলা হয়েছে? অনেকে সকল নবীকেই রসূল বলেন, আবার সকল রসূলকেই নবী বলেন। আবার কেউ কেউ বলেন একজন রসূল- তিনি হলেন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
কেউ কেউ ৪ জনকে রসূল বলেন। কারণস্বরূপ তারা বলেন- ৪ খানা কিতাব ৪ জনের উপর নাযিল হয়েছে তাই উনারাই শুধু রসূল। আবার অনেকে বলেন ৮ জন রসূল উনারা কারণস্বরূপ বলেন- ৪ খানা কিতাব ৪ জনের উপর নাযিল হয়েছে বাকী ১০০ খানা সহীফা ৪ জনের উপর নাযিল হয়েছে তাই মোট এই ৮ জন হলেন রসূল। উপরোক্ত বক্তব্যগুলি ছহীহ কিনা তা জানতে বাসনা রাখি এবং যদি ছহীহ না হয় তাহেল বিশুদ্ধ মত কি তা দয়া করে জানালে খুশি হবো?
আবা-১০
0 Comments:
Post a Comment