সুওয়াল : টুপি পরা কি এবং বিনা টুপিতে নামায পড়লে নামায মাকরূহ্ তাহরীমী হয় কিনা? সম্প্রতি
এপ্রিল-মে ‘৯৩ মুসলিম উম্মাহ সংখ্যার প্রশ্নোত্তর বিভাগে বলা হয়েছে যে, বিনা
টুপিতে নামায পড়লে নামায মাকরূহ্ তাহরীমী হয় না। এটা কতটুকু সত্য এবং এটার সঠিক
ফয়সালা কি? জানালে বাধিত হবো।
জাওয়াব : টুপি পরা সুন্নত। হ্যাঁ, ইচ্ছা করে বা বিনা কারণে টুপি ছাড়া নামায পড়লে নামায
মাকরূহ্ তাহরীমী হবে। যদিও কেউ কেউ এতে ইখতিলাফ করেছেন, তবে হানাফী মাযহাব মোতাবেক বিশুদ্ধ ফতওয়া হলো নামায মাকরূহ
তাহরীমী হবে। আর বিনা টুপিতে নামায পড়লে নামায মোস্তাহাবের খেলাফ নয়, সুন্নতের খেলাফ হবে। (আলমগীরী, শামী, হাশিয়ায়ে
তাহতাবী, বেহেশ্তী গাওহর ইত্যাদি)
আবা-১১
আবা-১১
0 Comments:
Post a Comment