৪৩ নং-সুওয়াল: দাঁড়ি চারি আঙ্গুল থেকে ছোট করলে কি গুনাহ হবে? এরূপ ব্যক্তির পিছনে নামায কেমন হবে?


সুওয়াল: দাঁড়ি চারি আঙ্গুল থেকে ছোট করলে কি গুনাহ হবে? এরূপ ব্যক্তির পিছনে নামায কেমন হবে?
জাওয়াব: আলমগীরী, শামী, ফতহুল কাদীর, গায়তুল আওতার ইত্যাদি অনেক কিতাবেই উল্লেখ করা হয়েছে দাঁড়ি চারি আঙ্গুল থেকে ছোট করা হারাম, কবীরা গুনাহ্।      সাধারণভাবে দাঁড়ি রাখা সুন্নত যেহেতু সমস্ত হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম দাঁড়ি রেখেছেন। হযরত আবদুল হক মুহাদ্দিছ দেহলভী  রহমতুল্লাহি আলাইহি উনার আশআতুল লুমআতশরীফ কিতাবে যা মিশকাত শরীফ উনার শরাহতে উল্লেখ করেছেন, ‘এক মুষ্টি দাঁড়ি রাখা ওয়াযিব।
আর হাফিযে হাদীছ হযরত মাওলানা রূহুল আমীন রহমতুল্লাহি আলাইহি উনার ফতওয়ায়ে আমিনিয়াতে উল্লেখ করেছেন, ‘এক মুষ্টি দাঁড়ি রাখা ফরজ।
মূলতঃ এক মুষ্টি দাঁড়ি রাখা ফরজ, যেহেতু কাটা হারাম আর হারাম থেকে বেঁচে থাকা ফরজ ওয়াযিবের অন্তর্ভূক্ত। যারা দাঁড়ি ছেটে বা কেটে এক মুষ্টির কম রাখে তারা ফাসেকের অন্তর্ভুক্ত আর ফাসেকের পিছনে নামায পড়া মাকরূহ তাহরীমী। (সমূহ ফিক্বাহের কিতাব)
আবা-৬

0 Comments: